Bangladesh : ফের রাজনীতিতে হাসিনা?'আওয়ামি লিগের সমর্থকদের সংঘবদ্ধ করার আহ্বান',বলছেন ব্রিগেডিয়ার দাস

Continues below advertisement

Bangladesh News: ফের রাজনীতির ময়দানে শেখ হাসিনা। বাংবাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ছেলে সজীব ওয়াজেদ। যারা অবৈধভাব ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা। 'এটা সম্পূর্ণরূপে আওয়ামি লিগের সমর্থকদের সংঘবদ্ধ করার আহ্বান', বলছেন প্রাক্তন ব্রিগেডিয়ার দেবাশিস দাস।  

কেউ স্বপ্ন দেখছেন চার দিনে কলকাতা দখল করে নেওয়ার ! কেউ আবার ভারতের বিরুদ্ধে দেশের নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণ দিতে চাইছেন ! কিন্তু, যুদ্ধজিগির তোলা সেই বাংলাদেশের কাছেই এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার সীমান্ত। বাংলাদেশ-মায়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি। সীমান্তবর্তী নাফ নদীর নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এখন নিজেদের সীমান্তই সুরক্ষিত রাখা নিয়ে চাপে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। বিদ্রোহ-বিধ্বস্ত প্রতিবেশী মায়ানমারে কোণঠাসা জুন্টা সরকার। বাংলাদেশ লাগোয়া মায়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশই আরাকান আর্মির দখলে। রোহিঙ্গা বসবাসকারী রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে আরাকান আর্মি। ফের রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার প্রমাদ গুনছে ইউনূস প্রশাসন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram