Bangladesh News : 'রবিবারের মধ্যে কাজ না হলে...',বাংলাদেশের ঘটনায় সীমান্ত সিলের হুঁশিয়ারি শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda LIVE : হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারির আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। বিদেশমন্ত্রককে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে বিধানসভায় বিক্ষোভও দেখায় বিজেপি। আগামী কয়েকদিনে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। ঘটনায় গতকাল থেকেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন পথে নামার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব হলেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখলেন, "কয়েক ঘণ্টার নোটিসেই, কলকাতার বুকে বহু সংখ্যক সনাতনী জমায়েত করলেন। মৌলবাদী অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের চট্টগ্রাম ও অন্যান্য জায়গায় নিয়মিত হিন্দু সম্প্রদায়ের উপর পূর্ব পরিকল্পিত ও সমন্বিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। সম্মানীয় হিন্দু সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে বেআইনিভাবে আটকের প্রতিবাদ জানানোর জন্য পশ্চিমবঙ্গের সব সনাতনীকে আর্জি জানাচ্ছি। শ্রী চিন্ময় কৃষ্ণ দাস এখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের আওয়াজ হয়ে উঠেছেন। এই ঘটনায় আগামীকাল বিকালে আমি বাংলাদেশ হাই কমিশনারে দিকে মিছিল করে যাব।" শুভেন্দু বলেন, "আজ ৩টেয় ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবেন বিজেপি বিধায়করা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ আহ্বান জানিয়েছে, সব হিন্দুকে রাস্তায় নামতে। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর বিধায়ক পেট্রাপোলে অবরোধ শুরু করবেন সোমবার থেকে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram