Bangladesh News : জোর করে পদত্যাগ করানো হল প্রধান শিক্ষককে। ভিডিও পোস্ট করে ক্ষোভপ্রকাশ শুভেন্দুর
Continues below advertisement
ABP Ananda LIVE : ত্রাসের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু শিক্ষক। জোর করে পদত্যাগ করানো হল প্রধান শিক্ষককে। চট্টগ্রামের ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর।
বন দফতরকে কার্যত ঘোল খাইয়ে পালিয়ে বেড়াচ্ছে ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনী। আপাতত তার অবস্থান বাঁকুড়ার রানিবাঁধে। সেখানে এবার বাঘের পাশাপাশি হাতির আতঙ্ক। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় এসেছে প্রায় ৬২টি হাতির দল। দলমার দাঁতালদের ঠিকানা বড়জোড়ার পাবয়ার জঙ্গল। সপ্তাহ দুই আগে হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল হাজির হয়েছে বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে হাতির দল। তাদের ওই জঙ্গলেই আটকে রাখার চেষ্টা চালাচ্ছে বন দফতর। বাঘের পাশাপাশি এবার হাতির আতঙ্ক জঙ্গলমহলের এই জেলায়।
Continues below advertisement
Tags :
Clashes Bangladesh Bengali News Live - Bengali News Bangladesh Protests Bangladesh News Hindus In Bangladesh Chinmoy Prabhu Chinmay Krishna Prabhu External Affairs Minister Latest Bengali News