Bangladesh News : একের পর এক জঙ্গি জেলমুক্ত, জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে!

Continues below advertisement

ABP Ananda LIVE: এখনও চিন্ময়কৃষ্ণ দাসকে জেলেই পুরে রাখবে বাংলাদেশ I আজ কী হল আদালতে? একের পর এক জঙ্গি জেলমুক্ত, জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে! চট্টগ্রাম আদালতে জামিনের শুনানি এগিয়ে আসার আর্জি খারিজ। বিনা বিচারে ২ জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে! কট্টরপন্থী আইনজীবীদের খুনের হুমকি অগ্রাহ্য করে আদালতে সওয়াল। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে সওয়াল আইনজীবী রবীন্দ্র ঘোষের। মিথ্যা মামলায় গ্রেফতার সন্ন্যাসী, কোর্টে সওয়াল আইনজীবীর।

ফের প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা। TRAI ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ,  ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (IVR) কলের মাধ্যমে অভিযোগকারিণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। ইলেকট্রনিক ডেটা অ্যানালিসিস করে টাওয়ার লোকেশন মিলিয়ে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের ২ বাসিন্দাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ। ধৃত ধনজি জগন্নাথ শিন্দে ও বিনোদ কোনদিবা পাওয়ারের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি মোবাইল ফোন ও প্রি-অ্যাক্টিভেটেড সিম। চক্রের জাল কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram