Bangladesh :বাংলাদেশে লাগাতার হামলা সংখ্যালঘু হিন্দুদের উপর। প্রতিবাদে পার্কসার্কাসে কংগ্রেসের মিছিল
ABP nanda LIVE : বাংলাদেশে বারংবার চোখে পড়ছে অত্যাচারের ছবি। লাগাতার হামলা চলছে হিন্দুদের উপর। লাগাতার আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। সুনামগঞ্জে ভাংচুর, মারধর চালিয়েছে বাংলাদেশি কট্টরপন্থীরা। আজ তারই প্রতিবাদে পার্কসার্কাসে কংগ্রেসের মিছিল। 'ইউনূস সরকার অপদার্থ', বলছেন কর্মকর্তারা।
এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে বাংলাদেশে? গোপালগঞ্জে আজ থেকে বাজারে যাওয়া নিষেধাজ্ঞা জারি মহিলাদের। ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। 'এটাই হওয়ার ছিল আসতে আসতে বাংলাদেশ প্রস্তর যুগে চলে যাবে এবং আফগানিস্তানের মত হয়ে যাবে। বাংলদেশে যারা পিছন কলকাঠি নাড়ছে তারা চাইছে বাংলাদেশ আসতে আসতে খিলাফত শাসনের দিকে নিয়ে যেতে'। মন্তব্য ব্রিগেডিয়ার দেবাশিস দাসের । আরও খবর, বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা'। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে। সুনামগঞ্জে একের পর এক বাড়ি-দোকান ভাঙচুর ভাঙা হয়েছে অন্তত ২টি মন্দির। মন্দিরে ভাঙচুর করে লুঠপাঠ চালায় দুষ্কৃতীরা। দোয়ারাবাজার থানা এলাকায় মঙ্গলারগাঁও গ্রামেও আক্রান্ত হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর, দোকান ভাঙচুর। পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দির ভাঙচুর। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ।