Bangladesh :বাংলাদেশে অত্যাচারের ভয়ে এপারে হিন্দু নাবালিকা I হামলার আশঙ্কায় সাঁতরে ভারতে হিন্দু যুবক

Continues below advertisement

ABP Ananda LIVE : বাংলাদেশে অত্যাচারের ভয়ে এপারে হিন্দু নাবালিকা I হামলার আশঙ্কায় সাঁতরে ভারতে হিন্দু যুবক। ইসকনের ভক্ত হওয়াটাই যেন বাংলাদেশে অপরাধ! বাংলাদেশে অত্যাচারের ভয়ে পালিয়ে এল হিন্দু নাবালিকা। কট্টরপন্থীদের তাণ্ডবে অতিষ্ট পঞ্চগড়ের নাবালিকার পরিবার। ইসকনের ভক্ত হওয়ায় পরিবারকে লাগাতার হুমকি মৌলবাদীদের। সম্মান রক্ষায় সীমান্ত পেরিয়ে জলপাইগুড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা। নাবালিকা হিন্দুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি মৌলবাদীদের! অসুস্থ বাবা-মাকে রেখেই সম্মানরক্ষায় এপারে আশ্রয় নেওয়ার চেষ্টা! বাংলাদেশ থেকে চোপড়া হয়ে জলপাইগুড়ি আসার চেষ্টা হিন্দু নাবালিকার। 

একের পর এক জঙ্গি জেলমুক্ত, জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে! চট্টগ্রাম আদালতে জামিনের শুনানি এগিয়ে আসার আর্জি খারিজ। বিনা বিচারে ২ জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে! কট্টরপন্থী আইনজীবীদের খুনের হুমকি অগ্রাহ্য করে আদালতে সওয়াল। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে সওয়াল আইনজীবী রবীন্দ্র ঘোষের। মিথ্যা মামলায় গ্রেফতার সন্ন্যাসী, কোর্টে সওয়াল আইনজীবীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram