Bangladesh News : রেহাই নেই আদালতেও! আইনজীবীর উপরে হামলা, বিচারককেও হুমকি দেওয়ার অভিযোগ!
ABP Ananda LIVE : ABP Ananda LIVE : ফের মৌলিক অধিকার লঙ্ঘন, বাংলাদেশের জেলেই বন্দি সন্ন্যাসী! পরপর আইনজীবীর উপরে হামলা, রেহাই নেই আদালতেও! মৌলবাদীদের হুমকির মুখেও সন্ন্যাসীর হয়ে সওয়াল আইনজীবী রবীন্দ্র ঘোষের। আদালতের মধ্যেই সন্ন্যাসীর আইনজীবীর উপরে ফের হামলার অভিযোগ!আইনজীবীর উপরে হামলা, বিচারককেও হুমকি দেওয়ার অভিযোগ!
ভারত-বিদ্বেষ অব্যাহত। হিন্দুদের ওপর নিপীড়ন চলছে। সংখ্যালঘুদের নিশানা করে যে হিংসা হয়েছে, বুধবার তা মেনে নিয়েছে বাংলাদেশ সরকারও। সরকারিভাবে জানানো হয়েছে, অক্টোবর মাসে সংখ্যালঘুদের নিশানা করে হিংসার ঘটনায় ধৃত ৭০। ৮৮টি মামলা দায়ের হয়েছে। তার মাঝেই আগরতলা অভিযানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ৩টি সংগঠন। বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে আখাউড়া সীমান্তে। নজরদারিতে রাজ্য পুলিশ, বিএসএফ ও সিআরপিএফ।
বাংলাদেশের এই ভারত বিদ্বেষী মনোভাবে প্রবল ক্ষুব্ধ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডা (Ashoke Dinda)। ক্রিকেট থেকে অবসরের পর যিনি সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে। ময়নার বিজেপি বিধায়ক বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার। বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, তা দেখে ক্ষিপ্ত বাঙালি ক্রিকেটার। দাবি তুললেন, ক্ষমা চাইতে হবে বাংলাদেশকে। তা না হলে বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত বলেও দাবি তুলেছেন ডিন্ডা।
বুধবার টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন পেসার বলেন, 'লাগাতার ভারত-বিদ্বেষ চলছে বাংলাদেশে। বাংলাদেশের অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা না চাইলে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলা উচিতই নয় ভারতের।'