Bangladesh: বাংলাদেশ জুড়ে হিন্দু নিপীড়ন।নেই কোনও নিরাপত্তা।আতঙ্কে দেশ ছাড়ছেন বহু বাংলাদেশি নাগরিক
ABP Ananda LIVE : বাংলাদেশ জুড়ে হিন্দু নিপীড়ন। নেই কোনও নিরাপত্তা। আতঙ্কে দেশ ছাড়ছেন বহু বাংলাদেশি নাগরিক। পেট্রাপোল সীমান্তে নিজের অভিজ্ঞতার কথা জানালেন শান্তি গোমেজ। বাংলাদেশে গিয়েছিলেন বেড়াতে। চোখের সামনে দেখেছেন কট্টরপন্থীদের হিন্দুদের ওপর দপন-পীড়নের একের পর এক ঘটনা। দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তে ফিরে সেই অভিজ্ঞতার কথা জানালেন গৌতম গোস্বামী।
বাংলাদেশের পর সিরিয়া, এবার মধ্যপ্রাচ্যের দেশে বিদ্রোহের আগুন। তুমুল বিদ্রোহের জেরে দেশ ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পদে ইস্তফা বাশার আল আসাদের। সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিল বিদ্রোহীরা। দেশ ছেড়ে পালাচ্ছেন সিরিয়ার শাসক দল বার্থ পার্টির নেতা-কর্মীরা। সিরিয়ার বিভিন্ন জায়গায় সরকারি ভবনের দখল নিচ্ছে বিদ্রোহীরা। ৫০ বছর পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের আবসান। জেল থেকে বন্দিদের মুক্তির ঘোষণা বিদ্রোহীদের
মুর্শিদাবাদের বড়ঞায় ৫ বছরের শিশুকন্যাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে বড়ঞা থানার হাতে তুলে দেন প্রতিবেশীরা। ধৃতের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কান্দি আদালত। নির্যাতিত শিশু ভর্তি রয়েছে কান্দি মহকুমা হাসপাতালে।