Bangladesh:বাংলাদেশে ফের মন্দিরে হামলা,নসিবপুরে কালী মন্দির ভাঙচুর।তাণ্ডবের পর আগুন লাগাল মৌলবাদীরা!

Continues below advertisement

ABP Ananda LIVE :  বাংলাদেশে ফের মন্দিরে হামলা, সুনামগঞ্জের পর এবার নেত্রকোনা। নসিবপুরে কালী মন্দির ভাঙচুর। তাণ্ডবের পর আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা! শুধু নির্যাতন নয়, হামলার ঘটনা লাইভ স্ট্রিমিংয়ের জন্য এবার গ্রেফতার হিনদু যুবকও। সুনামগঞ্জের নীপিড়নের ছবি তুলে ধরায় ইউনূসের সেনার রোষে বিপ্র দাস। হিংসার আগুনে জ্বলছে ওপার। এপারে সীমান্তে বাড়ল নিরাপত্তা। মুর্শিদাবাদের রাজাপুর সীমান্তে জিরো পয়েন্টে সরিয়ে নিয়ে যাওয়া হল বিএসএফ আউটপোস্ট। বিদ্বেষের বাংলাদেশ। ভয়াবহ অভিজ্ঞতা ওপারের বাসিন্দাদের। ইউনূসের নেতৃত্বে অশান্ত বাংলাদেশ। নোবেল শান্তি পুরস্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। নোবেল কমিটিকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের। বাংলাদেশের পরিস্থিতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের। হিনদুদের ওপর হামলা নিয়ে উদ্বেগপ্রকাশ। দলীয় মুখপাত্র, নিরাপত্তা, রোগী কল্যাণ সমিতির পর আরও ডানা ছাঁটা হল শান্তনু সেনের। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে সরকারি প্রতিনিধি হিসেবে নাম বাদ। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 'কালীঘাটের কাকু'র জামিন। হাইকোর্টে মুক্তি পেলেও সিবিআই মামলায় বিশেষ আদালতের প্রোডাকশন ওয়ারেন্ট। সোমবার সশরীরে হাজিরার নির্দেশ। কর্ণাটকে কালো তালিকাভুক্ত সংস্থাকেই বাংলায় ওষুধের বরাত। ওষুধের মান নিয়ে প্রশ্ন বিজেপির চিকিৎসক নেতার। ওই সংস্থার উৎপাদন প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, জানাল স্বাস্থ্য দফতর। জমজমাট ইনফোকম ২০২৪। এবার তেইশ বছরে পা। ফের কলকাতার বুকে তথ্য ও প্রযুক্তির রাজসূয় যজ্ঞ। সম্মেলনে সামিল আড়াইশো বিশিষ্ট বক্তা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram