Bangladesh News :ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ, প্রতিবাদ চলছে দেশের নানা প্রান্তে
মহম্মদ ইউনূসের সরকারের আমলে বাংলাদেশের চূড়ান্ত টালমাটা পরিস্থিতি। চলছে অরাজকতা।শেষ নেই হানাহানির। আর এরই মধ্যে, ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল হল বাংলাদেশ। প্রতিবাদ চলছে দেশের নানা প্রান্তে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করে। এরই মধ্যেই সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে।বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রাম যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ।তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করা হয়েছে।ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে দলে দলে রাস্তায় নেমেছে সংখ্যালঘুরা। প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম থেকে ঢাকা...
মিছিলের পাশাপাশি, রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান তাঁরা।
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর-গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ। বাংলাদেশের নিরাপত্তাবাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ, মৃত ১ আইনজীবী, বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্র সূত্রে খবর। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আনলে মৃত বলে ঘোষণা।