Bangladesh News : ১২ টি নিম্ন মধ্যমবিত্ত দেশের মধ্যে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। নেপথ্যে কী কারণ?
ABP Ananda LIVE : ১২ টি নিম্ন মধ্যমবিত্ত দেশের মধ্যে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। নেপথ্যে কী কারণ? মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারেও সবার পিছনে বাংলাদেশ। এখনও সাধারণ মানুষের নাগালের মধ্যেই আসেনি স্মার্ট ফোন। ডিজিটাল সচেতনতার অভাবে বাংলাদেশের অর্ধেক মানুষই স্মার্ট ফোন ও ইন্টারনেট প্রযুক্তির বাইরে। উন্নত প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ।
ভারত-বাংলাদেশ সীমান্তে দু'দিকেই দ্রুত বাড়ছে তৎপরতা । হঠাৎ গোপন নজরদারি বাংলাদেশের, গোয়েন্দা সূত্রে দাবি । সতর্ক BSF, সীমান্তে চালানো হচ্ছে বিশেষ নজরদারি । সীমান্তের পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় এজেন্সিগুলো । সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে বলে আশঙ্কা: সূত্র । বাংলাদেশে মৌলবাদীদের মাথাচাড়া, সক্রিয় জঙ্গি সংগঠন? । ঢাকায় সক্রিয় পাক-গুপ্তচর সংস্থা ISI: সূত্র । পাচারকারী, জাল নোট কারবারিদের ওপর বিশেষ নজর: সূত্র । ইউনূস জমানায় জেল থেকে জামিনে মুক্ত ১৭৪ জন জঙ্গি । গত ৪ মাসে জেল থেকে মুক্ত ১১ জন কুখ্য়াত দুষ্কৃতী । ছাত্র-আন্দোলনের সময় জেল ভেঙে পালায় বহু বন্দি । এখনও ধরা পড়েনি অন্তত ৭০০ জন । ছাত্র-আন্দোলনের সময় ৫ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র লুঠ । দেড় হাজারের বেশি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। BSF এর রাবার বুলেটে জখম বাংলাদেশের আরও এক পাচারকারী। এবার দিনহাটায় BSF এর রাবার বুলেটে জখম বাংলাদেশের আরও এক পাচারকারী। দিনহাটার মদনকুরায় গরু পাচারের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে।