Mamata Banerjee: 'বাংলাদেশ নিয়ে আমাদের কথা বলার এক্তিয়ার নেই', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: গতকাল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আজ বিধানসভায় মুখ্য়মন্ত্রী বললেন, ''অন্য দেশে যদি কোনও ধর্মের মানুষের ওপর অত্যাচার হয়, তা আমরা মেনে নিতে পারি না। আমরা বাংলাদেশের ঘটনার নিন্দা করি। এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দু'বার কথা বলেছি। অন্য দেশের বিষয় হলে কেন্দ্র এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে, তার সঙ্গে আমরা একমত।'' পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে পারে ভারত সরকার

আরও খবর...

পুর দুর্নীতি মামলায় ভবানী ভবনে অর্জুন সিংহের হাজিরা। ভবানী ভবনে অর্জুন সিংহ-কে জিজ্ঞাসাবাদ CID-র। সোমনাথ শ্যামের দায়ের করা মামলায় অর্জুনকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ভাটপাড়া পুরসভা ও সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ। সমবায় ব্যাঙ্কে ১৩ কোটি টাকার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। অর্জুন সিংহ ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ।  CID সূত্রে খবর, প্রয়োজনে বিজেপি নেতাকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।এদিন অর্জুন সিংহ বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছেন। ভয় পেয়ে বিরোধীদের কোণঠাসা করতে চাইছেন মমতা। আগেও সিআইডি ডেকেছে, সময় নষ্ট হয়েছে। এবারও ডেকেছে সময় নষ্ট করতে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram