Bangladesh: মুর্শিদাবাদ থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক । কীভাবে ভারতে ঢুকেছিলেন ? জানতে চায় পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মুর্শিদাবাদের সুতিতে গ্রেফতার বাংলাদেশি যুবক । গতরাতে ছাবঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে । রাতে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল মহম্মদ মেহেদি নামে ওই যুবক । পুলিশ জানিয়েছে, ধৃত যুবক বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা । কবে কীভাবে তিনি ভারতে ঢুকেছিলেন, তা তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । জঙ্গিপুর মহকুমা আদালতে ধৃত বাংলাদেশিকে তোলা হয়েছে
আরও খবর...
১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৬ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ। ইডি-র হাতে গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। গতকাল কলকাতা সহ একযোগে ১০ জায়গায় তল্লাশি চালায় ইডি। 'ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে চার কোটি সোনার গয়না', বাজেয়াপ্ত একাধিক বিদেশি গাড়ি, দাবি ইডির। নিজের অফিসের কর্মীদের নামে অ্যাকাউন্ট খুলে ঘুরপথে টাকা হাতানোর অভিযোগ।
নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, CBI চায় বিজেপি। সমবায় ভোটের সময় অশান্তি, ফল বেরোতেই তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী খুনে FIR, CBI চেয়ে হাইকোর্টে বিজেপি। 'অভিযুক্ত কী করে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে?' প্রশ্ন তুলে কেস ডায়েরি তলব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, সোমবার শুনানি।