Bangladesh: পাকিস্তানের যে পরমাণু বোমা আছে, সেটাও তোমাদের, ভারতকে হুমকি কট্টরপন্থী নেতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অস্থির হওয়ার পর থেকে বাংলাদেশে পাকিস্তানের তৎপরতা বেড়েছে। এই প্রথম চট্টগ্রাম বন্দরে সরাসরি এসে নোঙড় করেছে পাকিস্তানি জাহাজ। এই পরিস্থিতিতে, পাকিস্তানের এক কট্টরপন্থী ধর্মীয় নেতা ভারতকে সরাসরি হুমকি দিয়ে বললেন, পাকিস্তানের হাতে যে সব পরমাণু বোমা আছে, সেগুলোও বাংলাদেশের!
আরও খবর..
সমবায় ভোটের প্রার্থী নিয়েও বিধায়ক বনাম বিধায়ক ! ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা নেত্রীর, তারপরেও 'মতবিরোধ'! নেত্রীর নির্দেশে ১০৮টি পদে প্রার্থী নিয়ে কোলাঘাটে তৃণমূলের বৈঠক। 'রাজীব বন্দ্যোপাধ্যায়ের সামনেই অখিল-উত্তমের বচসা'। 'প্রার্থী মনোনয়ন নিয়ে তৃণমূলের ২ বিধায়কের বাদানুবাদ'। নন্দীগ্রামের পর কাঁথি সমবায় ভোট, শাসক শিবিরে বেনজির তৎপরতা। 'এক ঘণ্টায় ১০৮জন প্রার্থী চূড়ান্ত, তাই আনন্দে চেঁচামেচি'। সমবায় ভোটের প্রার্থী নিয়েও মতবিরোধে দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা হুমায়ুনের, পাল্টা মুর্শিদাবাদেই রামমন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান হুমায়ুন। পাল্টা মুর্শিদাবাদেই রামমন্দির তৈরির ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার। 'ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রামমন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি'। 'অযোধ্যার মতো মুর্শিদাবাদে রামমন্দির বানাব, জানুয়ারি থেকে কাজ শুরু'। ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজের।