Bangladesh News: শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের
ABP Ananda Live: শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। লাগাতার যুদ্ধ-জিগির, হিন্দুদের উপর হামলার মধ্যেই পাল্টা কৌশল ইউনূস সরকারের। বাংলাদেশে চরম লজ্জার ছবি। এবার কুমিল্লায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল একাত্তরের মুক্তিযোদ্ধাকে। ইতিহাস ভুলেছে বাংলাদেশ! ওপারে মুক্তিযোদ্ধাকে হেনস্থা, প্রতিবাদে গর্জে উঠলেন এপারের বিশিষ্টজনরা। কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে। ৫৮ বছরের জাভেদ মুন্সি তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। উদ্ধার বেশ কিছু নথি। কী লেখা ছিল? নাশকতার ছক? তথ্য উদ্ধারের চেষ্টায় তদন্তকারীরা। এপার বাংলা থেকে ওপারে নদীপথে পালানোর ছক ছিল জাভেদের। সুন্দরবন বা সন্দেশখালি দিয়ে সীমান্ত পারের পরিকল্পনা। অনুমান গোয়েন্দাদের। জাল পাসপোর্ট চক্রে রাশি রাশি ভুয়ো ভোটার ও আধার কার্ড! কিংপিন সমরেশের বারাসাতের বাড়িতে পুলিশের অভিযান। উদ্ধার নাম-ঠিকানার তালিকা। জাল পরিচয়পত্রেই তৈরি হতো পাসপোর্ট।