Bangladesh: 'ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে', হুঙ্কার শুভেন্দু অধিকারীর
ABP Ananda Live: 'ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। ভারতবর্ষের ইতিহাস জানেন না মহম্মদ ইউনূস। চিনের রক্তচক্ষুকে ভারত ভয় করেনি, দলাই লামাকে আশ্রয় দিয়েছিল ভারত। রাফাল তো দূরের কথা, রাফালের আওয়াজে পালাবে', হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আরও খবর, আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'এই মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে'। 'কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নজরদারি করছে', এই মুহূর্তে তাঁর পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'আপনারা প্রধান বিচারপতির কাছে যান'। 'তিনি যদি আমাকে এই মামলা শুনতে বলেন তাহলে আমি শুনব', তার আগে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, চিকিৎসকের পরিবারকে জানালেন বিচারপতি। বিচারবিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করা তাঁর পক্ষে সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । ১৫ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানির সম্ভবনা।