Bangladesh: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির মিছিল বেরোলেই বোমা হুমকি
Continues below advertisement
ABP Ananda Live: মিছিল বেরোলেই বোমা হুমকি হেফাজত-ই-ইসলামের। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে মিছিলে হুমকি।
ফের প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা। TRAI ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (IVR) কলের মাধ্যমে অভিযোগকারিণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। ইলেকট্রনিক ডেটা অ্যানালিসিস করে টাওয়ার লোকেশন মিলিয়ে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের ২ বাসিন্দাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ। ধৃত ধনজি জগন্নাথ শিন্দে ও বিনোদ কোনদিবা পাওয়ারের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি মোবাইল ফোন ও প্রি-অ্যাক্টিভেটেড সিম। চক্রের জাল কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখা হচ্ছে।
Continues below advertisement
Tags :
Clashes Protest BJP Bangladesh Bharatiya Janata Party Bangladesh Protests Latest India News Modi Bangladesh Visit