Bangladesh News: দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান
ABP Ananda Live: দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান। সীমাপুরী এলাকায় ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হল, খবর সূত্রের। সব সন্দেহভাজন বাংলাদেশিদের নথিপত্র পাঠানো হচ্ছে অভিবাসন দফতরে। রাজধানীর কালিন্দীকুঞ্জ এলাকায় দিল্লি পুলিশের অভিযান। গতকালই অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন গিরিরাজ সিংহ। দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন দিল্লির লেফটেনান্ট গভর্নরও।
আরও খবর, আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ। কাল থেকে রবিবার পশ্চিমের জেলাগুলিতে মরসুমের প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর পর্যন্ত স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট। দিনভর মোটের ওপর পরিস্কার থাকবে সারা পশ্চিমবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। অবাধে চলবে উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা ছাড়া বাকি সময়টা দিনভর পরিষ্কার আকাশ।