Bangladesh News: লজ্জার বাংলাদেশ! এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা
ABP Ananda Live: ইতিহাস ভুলেছে বাংলাদেশ। লজ্জার ছবি কুমিল্লায়। অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা। স্তম্ভিত শুভবুদ্ধিসম্পন্নরা। এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা । কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্থা। আবদুল হাই কানুকে গলায় জুতোর মালা পরানোর অভিযোগ। রবিবার চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি । অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
আরও খবর, জাল পাসপোর্ট চক্রে রাশি রাশি ভুয়ো আধার কার্ড। অভিযুক্ত সমরেশ বিশ্বাসকে জেরা করে কলকাতা পুলিশের অভিযান। কলকাতা পুলিশের অভিযানে প্রচুর ভুয়ো আধার কার্ডের হদিশ। রাশি রাশি ভুয়ো আধার কার্ডের সঙ্গে প্রচুর ভোটার কার্ডেরও হদিশ। একাধিক নাম-ঠিকানার তালিকা, তা দিয়েই হাজার হাজার ভুয়ো কার্ড? কাদের হাতে পৌঁছে গিয়েছে ভুয়ো পরিচয়পত্রে তৈরি 'আসল' পাসপোর্ট? কলকাতা, উত্তর ২৪ পরগনা ছাড়াও আর কোথায় ছড়িয়ে চক্রের জাল? জাল পাসপোর্ট চক্রের কিংপিন সমরেশের বারাসাতের বাড়িতে তল্লাশি।