Bangladesh: 'এত হুমকির পর মনে হয় না কোনও স্থানীয় আইনজীবী দাঁড়ানোর সাহস পাবে', মন্তব্য রাধারমণ দাসের

Continues below advertisement

ABP Ananda Live:  'এটাই আশা করছি স্থানীয় যে আইনজীবীরা যদি থাকে বা যদি না থাকে তাহলে সরকার থেকেও তো দেওয়া যায়। আমরা এটা জানি যখন কারো কেউ আইনজীবী পাওয়া যায় না তখন সরকার একটা আইনজীবী নিয়াগ করে। তাহলেই তো জটিলতাটা শেষ হয়ে যেত। সরকারের পক্ষ থেকে কোনও আইনজীবী গেলেই তো সমস্যা মিটে যেত', মন্তব্য রাধারমণের।

 

আরও খবর,  আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ। কাল থেকে রবিবার পশ্চিমের জেলাগুলিতে মরসুমের প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর পর্যন্ত স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট। দিনভর মোটের ওপর পরিস্কার থাকবে সারা পশ্চিমবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। অবাধে চলবে উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা ছাড়া বাকি সময়টা দিনভর পরিষ্কার আকাশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram