Bangladesh Live:অশান্ত বাংলাদেশ, বড়বাজারে সাধু-সন্তদের প্রতিবাদী মিছিল, মিছিলে অংশগ্রহণ BJP নেতাদের
ABP Ananda Live: অশান্ত বাংলাদেশ, বড়বাজারে সাধু-সন্তদের প্রতিবাদী মিছিল, মিছিলে অংশগ্রহণ BJP নেতাদের ।
বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন। স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় খারিজ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন। ২ জানুয়ারিই হবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি।
আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ। কাল থেকে রবিবার পশ্চিমের জেলাগুলিতে মরসুমের প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর পর্যন্ত স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট। দিনভর মোটের ওপর পরিস্কার থাকবে সারা পশ্চিমবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। অবাধে চলবে উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা ছাড়া বাকি সময়টা দিনভর পরিষ্কার আকাশ।