Bangladesh: এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি !
ABP Ananda Live: বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি! ফেনি-চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করার হুঙ্কার। 'প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করতে হবে', হুঙ্কার বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের।
আরও খবর, আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ। কাল থেকে রবিবার পশ্চিমের জেলাগুলিতে মরসুমের প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর পর্যন্ত স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট। দিনভর মোটের ওপর পরিস্কার থাকবে সারা পশ্চিমবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। অবাধে চলবে উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা ছাড়া বাকি সময়টা দিনভর পরিষ্কার আকাশ।