Bangladesh News: আইনজীবী, ডাক্তারের পর শিক্ষাবিদ! কট্টরপন্থীদের চাপের মুখে ইস্তফা উপাচার্যের

Continues below advertisement

ABP Ananda Live: আইনজীবী, ডাক্তারের পর শিক্ষাবিদ! কট্টরপন্থীদের চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।  বাম-বিতাড়িত ঋতব্রত ফের যাচ্ছেন রাজ্যসভায়। এবার তৃণমূলের প্রতীকে। জহর সরকারের ছাড়া পদে হচ্ছেন প্রার্থী। তৃণমূলের প্রতীকে ৫ বছর পরে ফের সংসদে যাচ্ছেন ঋতব্রত। আদর্শ সাংসদ বলে প্রশংসায় কুণাল। বামেদের কলঙ্ক, তৃণমূলের সম্পদ, পাল্টা খোঁচা বিকাশের। আবাসের তালিকায় নাম বাদ। চক্রান্তের সন্দেহে উলুবেড়িয়ায় ভাইয়ের হাতেই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী খুন। সপরিবারে অভিযুক্ত পলাতক।  ৭দিনে বাড়ি তৈরির কাজ শুরু না হলে টাকা ফেরত। পরিদর্শনে গিয়ে আবাস প্রাপকদের বালুরঘাটের পুরপ্রধানের হুঁশিয়ারি। চেতলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মহিলা কর্মীর রহস্যমৃত্যু। রাজা সন্তোষ রায় রোডের হোটেল থেকে মৃতদেহ উদ্ধার। বিষ খেয়ে আত্মঘাতী, অনুমান পুলিশের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram