Bangladesh Live: বিজয় দিবস পালনেও ভারত-বিদ্বেষ। ভারতের বিরুদ্ধে লড়ার শপথ নিলেন BNP নেতা, কর্মীরা

Continues below advertisement

ABP Ananda Live: পাকিস্তানের অত্য়াচার থেকে মুক্তি দিতে, ঊনিশশো একাত্তরে পাশে দাঁড়িয়েছিল ভারত। এখন সেকথা বেমালুম ভুলে, ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগরে দিচ্ছে বাংলাদেশ। সোমবার বিজয় দিবসেও, পঞ্চগড় জেলায় ভারতের বিরুদ্ধে লড়ার শপথ নিলেন BNP-র নেতা, কর্মীরা। অন্য়দিকে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়তে বাংলাদেশ ও পাকিস্তানকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন শাহীদুজ্জামান।

 

আরও খবর, বাংলাদেশে সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে আইনি সহায়তা দিতে চাওয়ায়, মৌলবাদীদের আক্রমণের মুখে পড়েছিলেন আইনজীবী রমেন রায়। নৃশংস মারধরে গুরুতর আহত এই আইনজীবী, এখন হাসপাতালের ICU-তে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই হাসপাতাল থেকেই, এবার এবিপি আনন্দকে EXCLUSIVE সাক্ষাৎকার দিলেন আইনজীবী রমের রায়ের বোন। তাঁর কাতর আর্তি, আইনজীবীর চিকিৎসায় কোনও হেলদোল নেই ইউনূস সরকারের। চিকিৎসার জন্য় তাঁকে বাইরে নিয়ে যেতে চায় পরিবার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram