Bangladesh News: বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কেন নীরব মমতা বন্দ্য়োপাধ্য়ায় ? প্রশ্ন তুলছে বিরোধীরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পদ্মার ওপারের আঁচে ফুটছে পশ্চিমবঙ্গের রাজনীতিও। বিজেপি প্রশ্ন তুলছে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কেন নীরব মমতা বন্দ্য়োপাধ্য়ায়? কংগ্রেস বলছে, আসলে দ্বিচারিতা করছেন তৃণমূলনেত্রী। যদিও আজ দিল্লিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, বাংলাদেশে যা হচ্ছে তা কোনওভাবেই সমর্থনযোগ্য় নয়। এটা আন্তর্জাতিক ইস্য়ু হওয়ায়, কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে তৃণমূল তাকেই সমর্থন করবে
আরও খবর...
হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে দেখা করে বেরিয়ে আরও একবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবি জানান তিনি। এর পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তুলোধনা করেন বিরোধী দলনেতা। একটি ভিডিও দেখিয়ে তিনি দাবি করেন, সেটা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক মন্ত্রীর। তাঁর বিস্ফোরক মন্তব্যের কথা শুনিয়ে শুভেন্দু পাল্টা সমালোচনায় সরব হন।