Bangladesh : সন্ন্যাসী মুক্তির দাবিতে সীমান্তে পরিবহন ব্যবস্থা বন্ধের ডাক স্বামী পরমাত্মানন্দর
ABP Ananda LIVE : আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েতের ডাক সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতির। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন সাধু-সন্তরা।'আজ পেট্রাপোলে বিক্ষোভ করব। সীমান্তে সমস্ত্র ট্রাক আটকাব। পরিবহন ব্যবস্থা সন্ধ্যা অবধি বন্ধ থাকবে', স্বামী পরমাত্মানন্দ।
'বাংলাদেশে অত্যাচার বন্ধ না হলে সন্ন্যাসী মুক্তি না পেলে রফতানি বন্ধ। যারা ভারতের পতাকা পদদলিত করেছে, তাদের পাকিস্তানের মতো অবস্থা করব। এই নতুন রাজাকার বাহিনীকে ভারত আত্নসমর্পণ করাবে', পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ১০ মাস পরে পঞ্চায়েত সমিতিতে ফিরলেও নিজের ঘরে ঢুকতে পারলেন না আরাবুল ইসলাম। ঘর ফিরে পেতে BDO-র কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা। ভাঙড়ে ISF কর্মীর খুনের মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন আরাবুল ইসলাম। প্রায় ৭ মাস পর, ৩ জুলাই জেল থেকে মুক্তি পান তিনি। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে পারেননি ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। গত শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয়, এবার থেকে সপ্তাহে ২ দিন পঞ্চায়েত সমিতিতে যেতে পারবেন আরাবুল। এদিন পঞ্চায়েত সমিতিতে আসার সময় আরাবুলকে নিয়ে উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী, সমর্থকরা। আরাবুলের নামে ওঠে জয়ধ্বনি।