Ghanta Khanek Sange Suman(১১.১২.২০২৪) পর্ব ২ : অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ট্রাস্টি বোর্ডে ইসকনের ৪ প্রতিনিধি | ABP Ananda LIVE
ABP Ananda Live: ফের মৌলিক অধিকার লঙ্ঘন বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের। ধৃত সন্ন্যাসীর জামিন-শুনানি এগনোর আর্জি খারিজ চট্টগ্রাম কোর্টের। হামলার আশঙ্কায় সাঁতরে ভারতে হিন্দু যুবক, আটক কিশোরীও। আগরতলা সীমান্তে লং মার্চ, ফের ভারত-বিদ্বেষ বিএনপি নেতা রিজভির। '১৫ মিনিট সীমান্ত খুললেই বাংলাদেশ দখল', এবার হুঙ্কার তৃণমূল নেতার। অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে জায়গা পেলেন ইসকনের ৪ প্রতিনিধি। 'পুরীর মন্দিরের নকল করে হিন্দুদেরই অপমান', আক্রমণে শুভেন্দু।
আরও খবর..
বিদেশসচিব পর্যায়ের বৈঠকের পরও সোশাল মিডিয়ায় সামনে আসছে বাংলাদেশের নানা হিন্দু বিদ্বেষী ক্রিয়াকলাপের ছবি। তাতে দেখা যাচ্ছে, কোথাও মঠের সামনে জমি দখলমুক্ত করার দাবিতে প়ড়ছে পোস্টার, কোথাও 'শাহজালালের বাংলায় নো-বিফের ঠাঁই নাই' পোস্টার হাতে চলছে সমাবেশ। যার জেরে প্রশ্ন উঠছে, আদৌ অশান্তির অবসান চায় বাংলাদেশ?
টিচার ইন চার্জের দায়িত্বকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বাঁধল মালদার বামনগোলার জগদলা হাইস্কুলে। বিদ্যালয় চত্বরের মধ্যেই শিক্ষকদের দুপক্ষের মধ্যে বাঁধল হাতাহাতি। ঝামেলার ভিডিও ভাইরাল হতেই অস্বস্তির মুখে স্কুল কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জেলার স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।