Bangladesh: যারা নিজেদের প্রগতিশীল মনে করে, তারাও আমজনতার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি: রবীন্দ্র ঘোষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: যারা নিজেদের প্রগতিশীল মনে করে, তারাও আমজনতার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি: রবীন্দ্র ঘোষ
আরও খবর...
পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পুলিশ যে চারজনকে গ্রেফতার করেছে, তার মধ্য়ে রয়েছে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল। বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন। পুলিশ সূত্রে দাবি, ধৃত দীপকই ভুয়ো তথ্য়ের ভিত্তিতে তৈরি পাসপোর্টগুলো পোস্ট অফিস থেকে সংগ্রহ করত। তারপর ক্য়ুরিয়র করে থেকে সেগুলো নির্দিষ্ট জায়গায় চালান করে দিত।
বাগুইআটিতে প্রোমোটারকে মারধরের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। গতকাল ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে শাসক নেতার ফ্ল্যাটে নোটিস ঝুলিয়েছে পুলিশ। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে থানায় তলব করা হয়েছে কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে। নোটিসে পাত্তা না দিয়ে ঘটনার তিনদিনের মাথাতেও বেপাত্তা তৃণমূল কাউন্সিলর। বিধাননগর পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে বারবার ফোন করা হয়েছে। তাঁর মোবাইল বলছে 'নট রিচেবল', দাবি বিধাননগর পুলিশ সূত্রের। গতকাল রাজ্য় পুলিশের ডিজির অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রোমোটার