Mamata Banerjee: 'বাংলাদেশে হাত-পা বেঁধে মার ভারতীয় মৎস্যজীবীদের', বিস্ফোরক অভিযোগ মমতার

Continues below advertisement

ABP Ananda Live: বাংলাদেশে হাত-পা বেঁধে মার ভারতীয় মৎস্যজীবীদের। 'মাথায়, পায়ে, কোমরে মারা হয়েছে', দাবি মৎস্যজীবীদের। একই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  
'বাংলাদেশ ফেরত মৎস্যজীবীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য'। 'একজন জলে ঝাঁপ দিয়ে মারা গিয়েছেন, তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা দিয়েছি'। 'দেখছি অনেক মৎস্যজীবী খুঁড়িয়ে হাঁটছেন'। 'শুনেছি অনেককে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে'। 'বাংলাদেশে মারধর করা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের'। 'বাংলাদেশের ট্রলার আটকে গেল, এমন করা হয়নি'। 'অসুস্থদের চিকিৎসা করা হয়েছে, সবাইকে সাহায্য করা হয়েছে'।

 

চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV:

এদিকে, চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত বেঙ্গালুরুর ৩ ও ৮ মাসের দুই শিশু। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটিই প্রথম HMPV সংক্রমণ। সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আমদাবাদেও। সেখানে আক্রান্ত ২ মাসের এক শিশু। ২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ।ভাইরাস নিয়ে চিকিৎসকরা বলছেন, এর উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র‍্যাশ বেরনো এর উপসর্গ। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram