রায়গঞ্জে বিজেপির পতাকা ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপির পতাকা ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির।অভিযোগ, গতকাল রাতে রায়গঞ্জের মহাদেবপুর ও সারেন গ্রামে বিজেপির পতাকা ছিঁড়ে, পুড়িয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদে আজ সকাল ৯টা থেকে মহাদেবপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘণ্টাখানেক পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। তৃণমূলের দাবি, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিজেপি কর্মীরাই পতাকা ছিঁড়ে, পুড়িয়ে দিয়েছে।