পাঁচদিন পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার মালদার কৃষি দফতরের সহ অধিকর্তা, নিখোঁজ-রহস্য অজানা
Continues below advertisement
রবিবার থেকে নিখোঁজ ছিলেন মালদার কৃষি দফতরের সহ অধিকর্তা প্রদীপকুমার হাঁসদা। বুধবার বিকেলে মিলল খোঁজ। তবে গুরুতর জখম অবস্থায়। রক্তাক্ত। সারা শরীরে কালশিটের দাগ। পুলিশ জানিয়েছে, অসংলগ্ন কথাবার্তা বলছিলেন তিনি। নিখোঁজ-রহস্যের জট এখনও কাটেনি।
Continues below advertisement