নৈহাটিতে যানজটের কারণে টোটো চালাতে বাধা পুলিশের, প্রতিবাদে পথ অবরোধ
যানজটের কারণে টোটো চালাতে বাধা পুলিশের। প্রতিবাদে পথ অবরোধ। অবরোধকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ। যানজট সৃষ্টির কারণে টোটো চালাতে পুলিশ বাধা দেয়। এর জেরে আজ সকালে নৈহাটির একটি স্কুলের পড়ুয়াদের টোটো থেকে নামিয়ে দেন টোটো চালকরা। গন্ডগোলের খবর পেয়ে পুলিশ গিয়ে ওই টোটো চালকদের হঠিয়ে দেয়। প্রতিবাদে ঘোষপাড়া রোডের গরুর ফাঁড়ি মোড় অবরোধ করেন টোটো চালকরা। সেই অবরোধ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ।