BGBS: 'বাণিজ্য সম্মেলনের মঞ্চে কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ শোভনীয় নয়', মত সুজনের।Bangla News

Continues below advertisement

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে রাজ্যপালকে কেন্দ্রীয় সংস্থা দ্বারা শিল্পপতিদের বিব্রত না করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।  এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, ‘রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীও রাজ্যপালকে প্রশংসায় ভরিয়ে দিলেন, ভালই তো। তাহলে অযথা নকল যুদ্ধগুলো কেন করেন ওঁরা, মানুষকে বিভ্রান্ত করার জন্য সেটাই আমার প্রশ্ন? এটা ৬ নম্বর শিল্প সম্মেলন, এর আগে যখন শিল্প সম্মেলন হয়েছে তখন তো এই প্রশ্নটা আসে, যে সেন্ট্রাল এজেন্সি ধরে নেবে। আর তেমনটা হলে তো মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। নারদা কাণ্ডে যারা হাতে হাতে টাকা নিয়েছেন তাঁরাও তো কেউ এখনও বিব্রত হননি কেন্দ্রীয় সংস্থা দ্বারা, এগুলো তো মুখ্যমন্ত্রী নিজেই ম্যানেজ করেন, হঠাৎ রাজ্যপালকে (Jagdeep Dhankar) এই মঞ্চে তিনি কেন বললেন আমি জানি না’। এই মঞ্চে রাজ্যপালকে এমন বলা শোভনীয় নয়। আমার একটাই প্রশ্ন, এটার মাধ্যমে কী উনি বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে কোনও বিনিয়োগ হবে না’।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram