Sare Sattai Saradin: বাজেটে মধ্যবিত্তের স্বস্তি, ৩ লক্ষের কম আয়ে কোনও কর নেই। ABP Ananda Live

Continues below advertisement

Budget 2024: বাজেটে মধ্যবিত্তের কিছুটা স্বস্তি। নতুন কাঠামোয় ৩ লক্ষের কম আয়ে কোনও কর নেই। স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার। নতুন কাঠামোয় সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত লাভ।  নতুন কর কাঠামোয় বাড়ল ছাড়ের ঊর্ধ্বসীমা। ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত ১০%। ১০ থেকে ১২ লক্ষে ১৫%। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর।  অপরিবর্তিত পুরনো কর কাঠামো। দীর্ঘ মেয়াদি ক্যাপিটাল গেনে বাড়ল সুদ। ফ্যামিলি পেনশনে ছাড় ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার। NPS-এ লগ্নির ঊর্ধ্বসীমা ১০ থেকে বেড়ে ১৪%।  কর্ম সংস্থানের লক্ষ্যে পাঁচ বছরে ১ কোটি শিক্ষানবিশ নিয়োগ। নতুন চাকরিতে ঢুকলেই একমাসের বেতন পিএফে। সময়ে TDS না দিলে অপরাধ নয়, ঘোষণা সীতারমণের। দিশাহীন, গরিব বিরোধী বাজেট। বঞ্চিতই রইল বাংলা। ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছুই দিল না।একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট। মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram