Budget 2024: অপরিবর্তিত পুরনো আয়কর কাঠামো,নতুনে ৩ লক্ষের কম আয়ে নেই কোনও কর | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: অবশেষে আয়কর কাঠামোয় বদল আনল কেন্দ্রীয় সরকার। নতুন কর কাঠামোয় যাঁরা আয়কর দেন, চাকরিজীবীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হল। নির্মলা সীতারমন বাজেট বক্তৃতায় ঘোষণা করলেন, নতুন কর কাঠামোয় বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হবে পাঁচ শতাংশ।
সাত লক্ষ থেকে দশ লক্ষ টাকা হলে কর হবে দশ শতাংশ। বার্ষিক আয় দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে পনেরো শতাংশ কর। বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের হার কুড়ি শতাংশ। বছরে কারও আয় যদি পনেরো লক্ষ টাকার বেশি হয় তা হলে দিতকে হবে তিরিশ শতাংশ কর। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রেও, স্ট্যান্ডার্ড ডিডাকশন পনেরো হাজার থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Budget Highlights Budget 2024 News Highlights Union Budget Union Budget Summary Budget 2024 Latest News Nirmala Sitharaman Highlight NArendra Modi Union Budget 2024 2025