Budget 2023: সিনিয়র সিটিজেন স্কিমে প্রবীণদের বিনিয়োগ-সুযোগ | ABP Ananda LIVE

Continues below advertisement

1. সিনিয়র সিটিজেন স্কিমে (Senior Citizen Scheme) ১৫ লক্ষের বদলে প্রবীণরা রাখতে পারবেন ৩০ লক্ষ টাকা। এমআইএসে সিঙ্গল অ্যাকাউন্টে রাখা যাবে ৯ লক্ষ, জয়েন্ট অ্যাকাউন্টে রাখা যাবে ১৫ লক্ষ।

2.নতুন কর কাঠামোয় বার্ষিক ৮ ও ৯ লক্ষ পর্যন্ত আয়ের ক্ষেত্রে করে ফায়দা ১২ থেকে ১৭ হাজার। ১২ থেকে ১৫ লক্ষের আয়ের ক্ষেত্রে করে ফায়দা ৩০ থেকে ৪৫ হাজার।অনেক কমল আয়কর । 

3.আয়কর ছাড়ের (Income Tax) ঊর্ধ্বসীমা বেড়ে ৭ লক্ষ । নতুন কর কাঠামোয় বার্ষিক ৭ লক্ষ আয়ে দিতে হবে না কর । নতুন কর কাঠামোয় বার্ষিক ৯ লক্ষ টাকা আয়ে কর দিতে হবে ৪৫ হাজার টাকা । ১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হবে ১.৫ লক্ষ টাকা । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram