Union Budget 2022: আজকের বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তি কী? |Bangla News

Continues below advertisement

আজকের এই বাজেটের পর প্রাপ্তি কী কী হল? সমবায় সংস্থায় কর কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। সমবায় সংস্থায় সারচার্জ কমিয়ে করা হল ৭ শতাংশ। এবারেও বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো। আয়কর জমায় ভুল-ভ্রান্তি সংশোধনে ২ বছর সময়। কর্মচারীদের পেনশনে কর ছাড়। জাতীয় পেনশন প্রকল্পে কেন্দ্র-রাজ্যের অনুপাত ১৪ শতাংশ হারে। ডিজিটাল রুপি আনছে আরবিআই। ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ের উপর ৩০ শতাংশ কর। মার্চ, ২০২৩ পর্যন্ত স্টার্ট-আপ সংস্থার করের হার অপিবর্তিত। ২৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মান। রত্ন ও গয়না শিল্পে ৫ শতাংশ শুল্ক হ্রাস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram