Union Budget 2024 : বাজেটে বিহারের জন্য ঢালাও বরাদ্দ, কী পেল বাংলা ? মুখ খুললেন অভিষেক

Continues below advertisement

Abhishek On Union Budget 2024: এদিন বাজেট পেশের পর অভিষেক বন্দ্যোাপাধ্যায় বলেন, 'আমি আলাদা করে কিছু বলছি না, দলের তরফ থেকে যা বলার বলা হবে, এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি। বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। এটা নতুন কিছু নয়।'বাংলার ভাগ্যে শূণ্য, বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।  ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছুই দিল না। বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে।  দিশাহীন, গরীব, বিরোধী বাজেট, কোনও আশা নেই। বাজেটে চাকরির কোনও সংস্থান নেই।একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট।'  বলেন মুখ্যমন্ত্রী।   তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ। অন্ধ্রপ্রদেশ, বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ । বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ । বিহারে ২১ হাজার কোটির তাপ বিদ্যুৎ কেন্দ্র । বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজের ঘোষণা । ABP Ananda LIVE: 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram