Nirmala Sitaraman: প্রতি বাজেটে নজর কাড়ে নির্মলা সীতারমণের শাড়ি, দেখুন সাত বছরের পরম্পরা

Continues below advertisement

ABP Ananda Live: তাঁর শাড়ির সিলেকশন বরাবরই নজর কাড়ে। এ বারও অন্য়থা হল না। তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের দিন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পরণে ছিল সাদা সিল্কের শাড়ি। 

সাদা সিল্কের শাড়ি, বেগুনি রঙের পাড়, তার ওপর সোনালি সুতোর কাজ...প্রতিবারই বাজেট পেশের দিন, পোশাকে নজর কাড়েন নির্মলা সীতারমন...এবারও তার অন্য়থা হলনা। মঙ্গলবার, তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল...মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন....আর এদিনও সবার নজর কাড়ল তাঁর শাড়ি। ঘিয়ে সাদা-বেগুনি পাড়ের মঙ্গলগিরি শাড়ি, যা অন্ধ্রপ্রদেশে তৈরি হয়। এই শাড়ি পড়েই বাজেট পড়লেন নির্মলা। বাজেটেই অন্ধ্রের জন্যই বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণাও করলেন তিনি। ২০১৪ সালে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় আসার পর থেকেই নির্মলা সীতারমণের শাড়ি উঠে এসেছে চর্চায়। ভারতীয় হস্তশিল্প, বিভিন্ন প্রদেশের তাঁতিদের হাতে বোনা শাড়ির প্রতি বরাবরই তাঁর ঝোঁক লক্ষ্য় করা গেছে। ২০১৯ সালে, প্রথমবার বাজেট পেশের সময়, নির্মলা সীতারমণের পরনে ছিল উজ্জ্বল গোলাপি রঙের মঙ্গলগিরি শাড়ি। এই শাড়ি তাঁর নিজের রাজ্য়ের। অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরির তাঁতিদের বোনা এই শাড়ি অত্য়ন্ত ঐতিহ্য়পূর্ণ। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram