Rahul Gandhi On Budget 2024: 'কুর্সি বাঁচাও বাজেট..' ! রাহুলের নিশানায় মোদি সরকার

Rahul Gandhi On Union Budget 2024: তৃতীয় মোদি সরকারের বাজেটকে 'কুর্সি বাঁচাও বাজেট' বলে কটাক্ষ রাহুলের। 'অন্য রাজ্যকে বঞ্চনা করে শরিক-তোষণের ফাঁপা প্রতিশ্রুতি। AA-র জন্য সুবিধা করতে পুঁজিবাদের তোষণ, সাধারণ মানুষের সুরাহা নেই। কংগ্রেসের ইস্তেহার ও আগের বাজেটের পুনরাবৃত্তি', X হ্যান্ডলে পোস্ট করে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুল গাঁধীর।

তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ। অন্ধ্রপ্রদেশ, বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ । বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ । বিহারে ২১ হাজার কোটির তাপ বিদ্যুৎ কেন্দ্র ।বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজের ঘোষণা । বাজেটে বিহারে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ের ঘোষণা । অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি বরাদ্দ
বাজেটে বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর । বাজেটে বাংলার প্রাপ্তি: কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর। বন্যা নিয়ন্ত্রণে অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ। বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ । 'বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে ২৬ কোটি টাকা বরাদ্দ'। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য । কেন্দ্রীয় বাজেটে বিহারের পর্যটনেও বিশেষ নজর 
১০০ দিনের কাজে বরাদ্দ বাড়ল ২৬ হাজার কোটি টাকা। ৬০ হাজার কোটি থেকে বরাদ্দ বেড়ে ৮৬ হাজার কোটি টাকা। ABP Ananda LIVE

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola