Union Budget 2024:'প্রধানমন্ত্রী আবাস যোজনায় আর ৩ কোটি বাড়ি দেওয়া হবে' ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Continues below advertisement

Union Budget 2024: আজ তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট। টানা ৭বার বাজেট বেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে সপ্তমবার বাজেট পেশ করছেন নির্মলা সীতারামণ। 'আমরা চেষ্টা করব সব ধর্মের, জাতির উন্নতির জন্য চেষ্টা করব', ' নানা ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও ভারতীয় অর্থনীতির উন্নতির হার এখন অনেক উন্নত', 'যে বিভিন্ন প্রকল্প আমরা ঘোষণা করেছি সেগুলি চলছে', 'আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব',' আমরা দেখব যাতে কর্মসংস্থান তৈরি হয়, শ্রমিকদের দক্ষতা বাড়ে','১.৪ লক্ষ কোটি টাকা শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বরাদ্দ করছি', বললেন নির্মলা সীতারমণ। পাশাপাশি এবার বাজেটের (Union Budget 2024) শুরুতেই শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এবারের বাজেটে  শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হল। এদিন নির্মলা সীতারামন তাঁর বাজেট (Education Budget) বক্তৃতায় বলেন, 'না না ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও ভারতীয় অর্থনীতির উন্নতির হার এখন অনেক উন্নত। যে বিভিন্ন প্রকল্প আমরা ঘোষণা করেছি সেগুলি চলছে। আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব। আমরা দেখব যাতে কর্মসংস্থান তৈরি হয়, শ্রমিকদের দক্ষতা বাড়ে। ১.৪৮ লক্ষ কোটি টাকা শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বরাদ্দ করছি। এর ফলে সারা দেশে উন্নতির আলো পৌঁছানো যায়।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram