WB Budget 2025: বাংলার বাড়িতে আরও বরাদ্দ, কত হল বরাদ্দের পরিমাণ?
ABP Ananda Live: বাংলার বাড়িতে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার জন্য ৯ হাজার ৬০০ কোটি বরাদ্দ।উপকৃত হবেন ২৮ লক্ষ উপভোক্তা। আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোনের জন্য ২০০ কোটি।
২০২৬-এর ভোটের আগে এটাই ছিল মমতার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কাজেই সেদিকে যে রাজ্যবাসীর নজর থাকবে তা বলাইবাহুল্য। এবার বাজেটে কী ঘোষণা হবে ? থাকবে কি কর্মসংস্থানের কোনও দিশা ? বিভিন্ন সামাজিক খাতে বাড়বে বরাদ্দ ? ন্যায্য DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্যই বা কী ঘোষণা হবে ? ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পে বাজেট-বরাদ্দ থাকতে পারে বলেও রাজনৈতিক জল্পনা ছিল। এই আবহেই এদিন বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে একহাত নেওয়ার পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরলেন তিনি।
Tags :
West Bengal West Bengal Assembly Chandrima Bhattacharya MAMATA BANERJEE BIMAN BANERJEE Budget 2025 Banglar Bari Bengal Budget 2025 Bengal Budget 2025 News West Bengal Budget Session