Share Market: ভোটের জন্য ঝাঁপ বন্ধ শেয়ার মার্কেটের, কবে কবে বন্ধ থাকবে শেয়ার বাজারে লেনদেন?
Continues below advertisement
ABP Ananda LIVE: সোমবার রেকর্ড করেছে ভারতের শেয়ার বাজার(share bazar)। অটো ও এনার্জি স্টকে তুমুল বৃদ্ধির জের। ৭৪,৮৬৯ পয়েন্টে সর্বোচ্চ শিখর ছুঁয়েছে Sensex। সোমবার ২২,৬৯৭ পয়েন্টে রেকর্ড উচ্চতা ছুঁয়েছে নিফটিও। মার্কেট ক্যাপেও রেকর্ড ভারতীয় স্টক মার্কেটের(India Stck MArket)। ভোটের (lok sabha election)জন্য ঝাঁপ বন্ধ শেয়ার মার্কেটের। ২০ মে বন্ধ থাকবে BSE, NSE। ওই দিন মুম্বইয়ে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণের কারণেই বন্ধ শেয়ার বাজারে লেনদেন । এপ্রিল মাসেও ২ দিন বন্ধ থাকবে স্টক মার্কেট। ১১ এপ্রিল ইদ, ১৭ এপ্রিল রাম নবমী। এই ২ দিন বন্ধ থাকবে ভারতের শেয়ার বাজার।
Continues below advertisement