SBI Loan Rate: বাড়ি থেকে গাড়ি-ভোট মিটতেই বাড়ছে ঋণের বোঝা? লেন্ডিং রেট বাড়াল এসবিআই

বাড়ি থেকে গাড়ি-ভোট মিটতেই বাড়ছে ঋণের বোঝা? সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দিয়ে লেন্ডিং রেট বাড়াল এসবিআই। ৫-১০ বেসিস পয়েন্ট লেন্ডিং রেট বাড়াল এসবিআই। এসবিআইয়ের সুদের হার বৃদ্ধি, একই পথে বাকি ব্যাঙ্ক? আজ থেকেই স্টেট ব্যাঙ্কের নতুন লেন্ডিং রেট কার্যকর

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের ঋণের উপরে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক। এবার বিভিন্ন মেয়াদে মার্জিনাল কস্ট অব ফান্ড বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর বেড়েছে ০.০৫ থেকে ০.১০ শতাংশ। ফলে গাড়ি, বাড়ি, ব্যক্তগত-সহ সমস্ত ঋণে সুদের হার বাড়ার সম্ভাবনা। ফলে ইএমআই বাবদ গুণতে হবে আরও বেশি টাকা। সোমবার, ১৫ জুলাই থেকে কার্যকর হয়েছে নয়া সুদের হার। এমসিএলআর-এর কম সুদে সাধারণত ব্যাঙ্ক ঋণ দিতে পারে না। এর আগে গত জুনেও ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছিল স্টেট ব্যাঙ্ক। সে বারও একই হারে সুদ বাড়িয়েছিল তারা। আগামী দিনে সুদের হার আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশের বৃহত্তম ব্যাঙ্কের এক পদস্থ কর্তা। এসবিআইয়ের ওয়েবসাইট অনুয়ায়ী, এক মাসের এমসিএলআর পাঁচ বেসিস পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়েছে। ফলে তা বেড়ে হল ৮.৩৫ শতাংশ। তিন মাসের এমসিএলআর ১০ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ৮.৪০ শতাংশ। এদিকে, ছ মাস, এক ও দু-বছরের ক্ষেত্রেও তা ০.১০ শতাংশ বেড়ে হয়েছে যথাক্রমে ৮.৭৫ শতাংশ, ৮.৮৫ শতাংশ এবং ৮.৯৫ শতাংশ। আর তিন বছরের মেয়াদে তা ০.০৫ শতাংশ বাড়িয়েছে এসবিআই। দাঁড়িয়েছে ৯ শতাংশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola