JMB Terrorists: ধৃত ৩ জেএমবি জঙ্গির সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল আরও ১৫

Continues below advertisement

৩ জেএমবি জঙ্গির (JMB Terrorists) সঙ্গে মোট ১৫ জন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। তাদের মধ্যে কয়েকজন চলে যায় জম্মু-কাশ্মীরে, কয়েকজন গিয়েছিল ওড়িশায় এবং বাকিরা ছিল কলকাতাতে। ধৃত ৩ জন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে লালবাজার পুলিশ। আজ ধৃতদের আদালতে পেশ করা হয়। তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জেরা করে আরও দুজনের খোঁজ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তে এই জঙ্গিদের লিঙ্কম্যান সেলিম মুন্সির কথা জানতে পারে পুলিশ। জানা গেছে, ওই ৩ জঙ্গিকে ঘর ভাড়া পাইয়ে দিয়েছিল সেলিম মুন্সি। অনেক বছর ধরেই হরিদেবপুরে থাকত সেলিম মুন্সি। অন্যদিকে শেখ সাকিল নামে আরও একজনের নাম উঠে এসেছে জেরায়। ধৃত ৩ জঙ্গির নকল আধার কার্ড বানিয়ে দিয়েছিল শেখ শাকিল। সেলিমের সঙ্গে ধৃত ৩ জঙ্গির যোগাযোগ করিয়ে দেয় শাকিল। পলাতক সেলিম মুন্সি ও শেখ শাকিলের খোঁজে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। ধৃতদের নাম নাজিউর রহমান, সাবির ও রবিউল। তারা শহরে বড় কোনও নাশকতার ছক কষছিল বলে অনুমান করছে পুলিশ। ধৃত ৩ জনের মধ্যে প্রধান মাথা হল নাজিউর রহমান। পূলিশ সূত্রে জানা গিয়েছে, সে প্রশিক্ষণপ্রাপ্ত একজন জেএমবি জঙ্গি। অন্তত এমনটাই দাবি কলকাতা পুলিশের এসটিএফের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram