Anis Khan Murder: তিনদিন পরও অধরা অপরাধীরা, রাতেই থানায় গেল SIT|Bangla News

Continues below advertisement

হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর পর তিনদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। গতকালই মুখ্যমন্ত্রী তদন্তে সিট গঠন করেছেন। রাতে আমতা থানায় যান সিট-এর সদস্যরা। যদিও আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার। গতকাল বারবার আনিসের ফোন চায় পুলিশ। কিন্তু পুলিশ বা সিটের হাতে ফোন তুলে দেবে না পরিবার। একমাত্র সিবিআইয়ের হাতেই ফোন তুলে দেবেন তাঁরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram