বড়সড় সাফল্য উপকূলরক্ষী বাহিনীর, মাঝ সমুদ্রে উদ্ধার আনুমানিক ৩ হাজার কোটি টাকার মাদক
Continues below advertisement
লাক্ষ্মাদ্বীপ দ্বীপপুঞ্জের কাছে কোস্টগার্ডের জাহাজ এবং বিমানে অনুসন্ধান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী । ১৮ মার্চ ২১-এ, আইসিজি ইউনিট টহল দিয়ে মিনিকয় দ্বীপপুঞ্জের কাছ থেকে তিনটি সন্দেহজনক নৌকা সনাক্ত করে এবং সেগুলিকে বাধা দেয়। পোস্ট বোর্ডিং, ক্রুদের জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্যে সন্দেহ হয় অফিসারদের। এরপর তল্লাশি চালিয়ে , শ্রীলঙ্কার ফিশিং বোট রবিহানসি থেকে ১০০০ গ্রেড রাউন্ড সহ উচ্চমানের ৩০০ কেজি হেরোইন এবং ৫ টা একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০০০ কোটি টাকা। ১৯ জন ক্রু সহ তিনটি নৌকোই আরও যৌথ তদন্তের জন্য কেরলের ভিঝিনজামে নিয়ে যাওয়া হয়েছে।
Continues below advertisement