Fake Vaccination Update: ভুয়ো IAS-এর বিরুদ্ধে এবার খুনের চেষ্টার মামলা রুজুর আবেদন করবে SIT

Continues below advertisement

ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে এবার দেবাঞ্জন দেবের (Debanjan Deb)বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজুর আবেদন জানানো হবে আদালতে। ভারতীয় দণ্ডবিধি ৩০৭ ধারায় মামলা রুজুর আবেদন জানাতে পারেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (SIT) সদস্যরা। করোনার টিকা দেওয়ার নাম করে যে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে, তদন্তে জানা গিয়েছে তা আসলে করোনার টিকা নয়। দেবাঞ্জন দেব জেনেবুঝে মানুষকে বিপদের মধ্যে ফেলেছেন, দাবি তদন্তকারীদের। এর ফলে মানুষের শারীরিক সমস্যা দেখা যেতে পারে। এই কারণেই দেবাঞ্জন দেবের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। আজই আলিপুর আদালতে দেবাঞ্জনের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা রুজু করার আবেদন জানানো হতে পারে। 

দেবাঞ্জনের বিরুদ্ধে আরও একটি প্রতারণার অভিযোগ সামনে এসেছে। পুলিশের দাবি, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে হ্যান্ড স্যানিটাইজার বিক্রির টেন্ডার পাইয়ে দেওয়ার নামে একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেন দেবাঞ্জন। সেই টাকা ICICI ব্যাঙ্কের কসবা শাখায় কলকাতা পুরসভার নামে তৈরি ভুয়ো অ্যাকাউন্টে জমা পড়ে বলে দাবি পুলিশের। এর পাশাপাশি, ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে গতকাল দেবাঞ্জনের সংস্থার ৩ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ভুয়ো অ্যাকাউন্ট চালাতে কলকাতা পুরসভার স্পেশাল কমিশনার তাপস চৌধুরীর সই জাল করতেন দেবাঞ্জনের দুই সহযোগী সুশান্ত দাস ও রবীন শিকদার। আরেক ধৃত শান্তনু মান্না দেবাঞ্জনের হয়ে ভুয়ো ক্যাম্পের আয়োজন করতেন। এদের জেরা করে চক্রের জাল কতদূর বিস্তৃত, খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram