Fake IAS Update: নিজের গ্রেফতারি আটকাতেই পুলিশে অভিযোগ করেছিলেন কাঞ্চন, দাবি পুলিশ সূত্রের
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) পুলিশের জালে দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী। ধৃতদের মধ্যে রয়েছেন দেবাঞ্জনের খুড়তুতো দাদা কাঞ্চন দেব (Kanchan Deb)। পুলিশ নিশ্চিত যে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন কাঞ্চন। গ্রেফতার হওয়ার আগে গতকাল কসবা থানায় লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন দেবাঞ্জনের খুড়তুতো দাদা কাঞ্চন। সে জানিয়েছে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে তাকে অন্ধকারে রাখা হয়েছিল। দেবাঞ্জন তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিল। এই জন্য দিল্লির এক ব্যক্তি ফোন করে টাকা চেয়েছিল। পরে জানা যায়, দেবাঞ্জনই নিজের অফিসে কাঞ্চনকে নিয়োগ করেছিল। তারপরেই কাজ শুরু করে কাঞ্চন। কাঞ্চনের দাবি, সে নিজে ও তার পরিবার ভুয়ো ক্যাম্প থেকেই ভ্যাকসিন নিয়েছে। যদিও পুলিশের দাবি, নিজের গ্রেফতারি আটকাতেই পুলিশে অভিযোগ ও এই সব বয়ান দিয়েছেন কাঞ্চন। পুলিশের অনুমান, অনেকদিন আগেই কাঞ্চন বুঝে গিয়েছিল দেবাঞ্জন আইএএস (IAS) অফিসার নয়। তার পরেও দেবাঞ্জনের ভুয়ো অফিসে কর্মরত ছিল সে।
পুলিশের দাবি, নাকতলার বাসিন্দা কাঞ্চন ছিলেন দেবাঞ্জনের অফিসের সেকেন্ড-ইন-কম্যান্ড। তাঁকে কলকাতা পুরসভার কন্ট্রোলিং অফিসার হিসেবে পরিচয় দেওয়া হত। প্রথম থেকেই তিনি জানতেন, দেবাঞ্জন আদতে IAS নন। দেবাঞ্জনের প্রতারণা-কারবারে কাঞ্চনও যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি।