Debanjan Deb Update: দেবাঞ্জনকে পুনরায় হেফাজতে নিতে আলিপুর আদালতে আবেদন পুলিশের

Continues below advertisement

আজ পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে ভুয়ো আইএএস (Fake IAS) অফিসার দেবাঞ্জন দেবের (Debanjan Deb)। আজই পুলিশের তরফে পুনরায় তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে। তার জন্য আজ আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে দেবাঞ্জনকে। ধৃত আরও ২ জনের হেফাজতের জন্যও আবেদন করা হচ্ছে। এর মধ্যেই বিভিন্ন নতুন তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। দেবাঞ্জনের খুড়তুতো দাদা কাঞ্চন (Kanchan Deb) গ্রেফতারি এড়াতে গতকাল কসবা (Kasba) থানায় একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে কাঞ্চন জানায়, সে অভিযোগ করতে চায়। তার অভিযোগ, ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে (Fake Vaccination) কীভাবে ভ্যাকসিন দেওয়া হত তা সে জানত না। তার পরিবারও ওই ক্যাম্পে ভ্যাকসিন নিয়েছে। গোটা ঘটনায় সে নিজেও ভুক্তভোগী। তাছাড়া তাকে কেএমসির কন্ট্রোলিং অফিসারের পদ দিয়েছিলেন দেবাঞ্জন। নিজেকে একেবারে নির্দোষ বলে উল্লেখ করেছে কাঞ্চন দেব। তবে তদন্তকারীরা মনে করছেন, শুধুমাত্র গ্রেফতারি এড়াতেই এই চিঠি দেওয়া হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram